চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ যোহর চুনারুঘাট পৌর শহরের দিদার কমিউনিটি সেন্টারে এ সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন।
সাধারণ সম্পাদক মাওলান আবু তৈয়ব আল হোসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আলহাজ্ব মুহিব উদ্দিন আহমেদ সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ ব্যকস সভাপতি মোঃ শামছুল হুদা, আলহাজ্ব মুফতি মাওলানা আব্দুল কাদির, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল মোছাব্বির রুনু, ইসলামী যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, মাওলানা আনাছ মাহমুদ, শেখ খাইরুল কবীর প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে আলহাজ্ব কামাল উদ্দিনকে সভাপতি ও মাওলানা আবু তৈয়ব আল হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট চুনারুঘাট উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি ঘোষনা করা হয়।
পরে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে চুনারুঘাট পৌর শহরে মিছিল বের করা হয়। এদিকে হবিগঞ্জ ব্যকস এর নব নির্বাচিত সভাপতি মোঃ শামছুল হুদাকে সংবর্ধনা প্রদান করা হয়।