ছনি চৌধুরী,হবিগঞ্জ জেলা প্রতিনিধি ॥ নবীগঞ্জে পানিতে ডুবে চার বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে ।
জানাযায়, সোমবার দুপুর ১২টার দিকে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের কৃষক মোঃ সুহেল মিয়ার ছেলে মোঃ সায়েম মিয়া তার সহপাঠীদের সাথে খেলাধুলা করতে যায় । পরে পরিবারের সবার অগোচরে হরিধরপুর গ্রামের মসজিদের পুকুরে পড়ে তলিয়ে যায় ।
পরে বাবা-মা ও আত্মীয় স্বজন বিভিন্ন স্থানে মোঃ সায়েম মিয়াকে খুঁজাখুঁজির পর ভাস্যমান অবস্থায় মসজিদের পুকুরে দেখতে পায় । এসময় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সায়েম মিয়া (৪) মৃত ঘোষণা করেন । চিকিৎসকের মুখ সায়েম এর অকাল মৃত শুনতে পেয়ে বাবা-মা ও আত্মীয়স্বজনের আর্তনাদ, হাহাকারে হাসপাতাল এলাকার আকাশ –বাতাশ ভারী হয়ে উঠে ।