খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাট পৌর শহরকে যানজট নিরসন মুক্তকরণ লক্ষে বাহুবলের রশিদপুর চা-বাগানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার উদ্যোগে গত শনিবার সকাল ১১টায় থেকে বিকাল ৫টা পর্যন্ত এ সভা চলে।
চুনারুঘাট পৌরসভা সূত্রে জানাযায়, চুনারুঘাট যানজন নিরসনের লক্ষে পৌরসভার মেয়র মো. নাজিম উদ্দিন সামছু বিভিন্ন সংঘনের সাথে ইতোমধ্যে ৭টি মতবিনিময় সভা করেছেন। প্রত্যেকটি সেক্টর থেকে ২জন করে ১৪ জন করে নির্বাচিত করে একটি যানজটমুক্তকরণ কমিটি গঠন করা হয়।
কমিটির সংঘটনগুলো হল-চুনারুঘাট প্রেসক্লাব, ব্যক্স, সিএনজি সমিতি, টমটম সমিতি, বাস মালিক সমিতি, অটোরিক্সা সিমিতি ও টেম্পু সমিতির সভাপতি/সম্পাদক কে নিয়ে বিভিন্ন সময় সভা করা হয়।
পরে ওই কমিটির সদস্যদের নিয়ে গত শনিবার রশিদপুরে নিরিবিল স্থানে সারাদিন ব্যাপী সভায় যানজট মুক্তকরনের বিভিন্ন বিষয়ে চুড়ান্ত প্রস্তাব তুলে ধরা হয়।
সভা শেষে যানজট নিরসনের লক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ও উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে নিয়ে যানজটমুককরণ কমিটি সদস্যদের নিয়ে থানা হল রুমে সভা করার চুড়ান্ত সিদ্ধান্তগৃহীত হয়। ওই সভা সফলভাবে করা হলে চুনারুঘাট পৌর শহর যানজটমুক্ত হবে বলে আশাবাদী কমিটির সদস্যবৃন্দ।
আলোচান সভায় ব্যক্স সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো.কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, সিএনজি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল কাদির সরকার, সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, মালিক সমিতির সেক্রেটারী মিজানুর রহমান সেলিম, বাস মালিক সমিতির সভাপতি দিদার মিয়া, সাধারণ সম্পাদক একে এম রেজাউল করিম মাসুক, টেম্পো সমিতির সভাপতি সাবেক কমিশনার আব্দুল জলিল, রিক্সা শ্রমিক সভাপতি নুরুল ইসলাম, ব্যক্স সদস্য মোঃ সাজিদুল ইসলাম ও পৌর পরিষদের সকল সদস্যবৃন্দ।