রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ এসিড সহিংসতা প্রতিরোধে রবিবার সন্ধ্যায় হবিগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে জরুরী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও হবিগঞ্জ উন্নয়ন সংস্থার আয়োজন এবং জাতীয় এসিড নিয়ন্ত্রন কাউন্সিল (এনএসিসি)’র সহযোগিতায় জেলা আধুনিক স্টেডিয়াম সভা কক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন।
ওই ফাউন্ডেশনের পোগ্রাম ম্যানেজার ও মুখ্য আলোচক মৌসুমী শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাধারন সম্পাদক রহমত আলী, দৈনিক প্রতিদিনের বানী সম্পাদক শাবান মিয়া, প্রথম আলোর প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, অনলাইন মিডিয়া করাঙ্গী নিউজ টুয়েন্টি ফোরের সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি রাসেল চৌধুরী, ৭১’টিভির প্রতিনিধি শাকিল, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, জিটিভি’র প্রতিনিধি মোঃ নুরুদ্দিন, নিউজ টুয়েন্টি ফোর এর প্রতিনিধি শ্রীকান্ত গোপ প্রমুখ।
সেমিনারে এসিড সহিংসতা রোধ ও তার প্রতিকার সহ সরকারী-বেসরকারী দপ্তরে নানা অসঙ্গতি নিয়ে আলোকপাতে অংশ নেন সংশ্লিস্ট ফাউন্ডেশন, উন্নয়ন সংস্থার নের্তৃবৃন্দ সহ সাংবাদিকরা।
তবে সেমিনারে একটি পিস্তলের এক রাউন্ড গুলিতে একজন মানুষ হত্যার চেয়েও এসিড ছোড়ে কাউকে হত্যা বা সারা জীবনের মতো পঙ্গু করে দেয়া আরও ভয়ংকর হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন,ব্যবসা হউক আর কাউকে আক্রান্ত করা হউক না কেন, সে ক্ষেত্রে তার ব্যবহার বন্ধে সরকারের উচিত আরও কঠোর আইন প্রয়োগ করা এবং তা আন্তরিকভাবে বাস্তবায়নে এগিয়ে আসা।
এদিকে হবিগঞ্জ সহ সারাদেশে এসিড সহিংসতায় আক্রান্ত, মামলার প্রকৃত সংখ্যা, তাদের হদিস পাওয়া না পাওয়া সহ আর্থিক বরাদ্ধ নিয়ে পরস্পর বিরোধী অসামঞ্জস্য বক্তব্য প্রদান করেন সংশ্লিস্ট ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থার কর্মকর্তারা। এমনকি ওইসব বিষয়ে সঠিক পরিসংখ্যান না থাকার জন্য জেলা সমাজ সেবা সহ সংশ্লিস্ট দপ্তরগুলোর ওপর দায় চাপান তারা।