খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট (হবিগঞ্জ) : চুনারুঘাট উপজেলায় কম্বাইন্ড হারভেস্টার (ধান কাটার) মেশিন ব্যবহার করে কৃষকরা এখন লাভবান হচ্ছেন। কৃষকরা কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে চলতি মৌসুমের বোরো ধান কাটছেন। এক সময় শ্রমিক সংকটের কারণে কৃষকরা সময় মত ঘরে ধান তুলতে পারত না এবং অনেক খরচ লাগত।
সরকার কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে এবং কৃষকদের কৃষি কাজে আধুনিক যন্ত্রব্যবহারের ব্যাপারে উৎসাহিত করার জন্য কম্বাইন্ড হারভেষ্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। যে সব এলাকায় কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে সে সকল এলাকায় কৃষক-কৃষাণীদের নিয়ে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মাঠ দিবসও পালন করা হচ্ছে। এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে এক সঙ্গে ধান কাটা মাড়াই ও ঝাড়াই হয়ে বস্তাবন্দী করা যায়। চুনারুঘাটে বর্তমান সময়ে ১ বিঘা জমির ধান কাটাতে শ্রমিকের মুজুরী ৩ হাজার টাকা দিতে হয়। অথচ কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে এক ঘন্টার মধ্যে ১ একর জমির ধান এই মেশিন দিয়ে কাটা মাড়াই ঝাড়াই হয়ে বস্তাবন্দী হয়ে কৃষকের ঘরে চলে যায়। এর ফলে ধান কাটার খরচ সাশ্রয় হচ্ছে। এতে করে কৃষকদের মধ্যে এই মেশিনের বিষয়ে আগ্রহ বাড়ছে।
এ ব্যাবাপারে চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার মো. জালাল উদ্দিন সরকার বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার ফলে একদিকে যেমন টাকা সাশ্রয় হচ্ছে অন্য দিকে কম সময়ে কৃষকরা ধান ঘরে তুলতে পারছেন। সিলেট অঞ্চলকে শষ্যের নিবিরতা বাড়াতে কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ও কৃষকদের নানা ধরণের টেনিং কর্মসুচি গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, কৃষিকাজে আধুনিকায়ন করার লক্ষে আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ ও কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বর্তমান সরকার ৫০% ভর্তুকি কম্বাইন হারভেস্টার (ধান কাটার মেশিন) বিতরণ করে যাচ্ছে। একটি কম্বাইন হারভেস্টার বাজার মূল্য ৭লাখ টাকা। সেখানে সরকার ৫০% ভর্তূকি দিয়ে কৃষকের নিকট থেকে মাত্র সাড়ে তিন টাকার বিনিময়ে কম্বাইন হারভেস্টার বিতরণ করছে। এর ফলে কৃষি কাজে সহজ ও মুনাফা অর্জন করা যাবে। এতে করে কৃষি কাজে সাশ্রয় ও কৃষকরা কৃষি কাজে আগ্রহ ও লাভবান হবে।