হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন করে। রাস্তাঘাট, স্কুল, মাদরাসার উন্নয়নের পাশাপাশি দেশের মানুষেরও ভাগ্যের উন্নয়ন হয়। দেশের মানুষ জানে- আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, ধোঁকাবাজিতে বিশ্বাসী নয়’।
শুক্রবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ আলাপুর জামে মসজিদ ও আলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সৈয়দপুর হাইস্কুল পর্যন্ত রাস্তার উদ্বোধন উপলক্ষে গ্রামবাসী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হবিগঞ্জের যে উন্নয়ন হয়েছে তা আর কোনো সরকার করতে পারেনি।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, সংরক্ষিত নারী সদস্য রিনা বেগম, আব্দুল মালেক, সৈয়দ খান, আব্দুস শহীদ, সোহেল মেম্বার, ফারুক মিয়া, রিপন মিয়া, আব্দুল লতিফ, মাসুম খান, আনিক চন্দ্র পাল, আব্দুল কাদির, আব্দুল আজিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বী আব্দুল লতিফ ও পরিচালনা করেন আলাপুর গ্রামের মামুন খান।