মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে চাচার হাতে ৪র্থ শ্রেণীর ছাত্রী খুন হয়েছে। সে উপজেলা সদর ১ ইউনিয়নের সাউথপাড়া গ্রামের মোতালিম মিয়ার মেয়ে মার্জিয়া (১০)। এ সময় নিহতের পিতা মোতালিম মিয়া ও মাতা ফাতেমা খাতুন গুরুতর আহত হন।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান,মোতালিম মিয়ার সাথে তার ভাই মোতাব্বির মিয়ার ভূমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৃহস্পতিবার রাত ১০ টায় উভয় পক্ষের বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে মোতাব্বির,দুদুমিয়া,মতিন মিয়া উত্তেজিত হয়ে মোতালিম ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। হামলায় শিশু মার্জিায়া মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার শিশু মার্জিয়াকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর থেকে ঘাতকরা সবাই পলাতক রয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই রাজিবুল ইসলামের সাথে যোগাযোক করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।