হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে অন্তত ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। শহরের চৌধুরীবাজার এলাকায় শনিবার রাত সাড়ে ৯টায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ দমকল বাহিনীর ষ্টেশন লিটার মুহিত বখত চৌধুরী আগুনে ১১ ব্যবসা প্রতিষ্টান পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চৌধুরীবাজার এলাকার আলমগীররের কাপড়ের দোকানের বিদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে খালেক মিয়ার কাপড়েরর দোকান, শামীম মিয়ার বীজ ঘর, আব্দুল আজিজের ২ টি চাউলের দোকান, ওয়ারিস মিয়া, আব্দুল মুহিত, সোহেল মিয়ার ৩টি ফলের দোকান ও একটি খাবারের হোটেলসহ ১১টি দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।