ছনি চৌধুরী,(হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বৃহস্পতিবার সকালে গরীব ও দুস্থ ৮১টি পরিবারের মধ্যে ১ বান ডেউটিন এবং ৩ হাজার টাকার নগদ চেক বিতরণ করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্টিত টিন বিতরন ও নগদ টাকা বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা যুবসংহতি’র যুগ্ম আহ্বায়ক মোজাহিদ ইসলাম শাহিন প্রমুখ।