ছনি চৌধুরী,(হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৩ নং ইনাতগঞ্জ ইউপির নিজ আগনা গ্রামের প্রয়াত স্বনাম ধন্য শিক্ষক আঃ হক মাষ্টারের একমাত্র ছেলে লন্ডন প্রবাসী শাহ নজরুল ইসলাম(আমিন)কে গত ১৬/০৫/১৭ ইং রাতে নবীগঞ্জ কাজীগঞ্জ বাজার রোডে মাধবপুর ও আগনার মধ্যবতি স্থানে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে।
সন্ত্রাসীদেও শাস্তির দাবীতে গ্রামবাসীর উদ্যোগে কাজীগঞ্জ বাজারে বিশাল মানব বন্ধনের আয়োজন করা হয়।সরজমিন ও মামলার বিবরন থেকে জানা যায়,শাহ নজরুল ইসলাম উক্ত তারিখে নবীগঞ্জ সদর থেকে রাত ৯ টায় সি এন জি করে বাড়ির দিকে রওয়ানা হন।
পূর্ব থেকে উৎ পেথে থাকা নবীগঞ্জ উপজেলার কাজীর গাওঁ গ্রামের সুনা মিয়ার ছেলে খালেদ (৩০),বানিয়াচং উপজেলার আমির উদ্দীন (৩০) আগনা গ্রামের মৃত আকল মিয়ার ছেলে মিপতাহ (২০)ও জসিম (৩০) কাজির গাওঁ এর কলমদর মিয়ার ছেলে মাছুম (২০) দুইটি মটর সাইকেল দিয়ে শাহ নজরুল ইসলামের গাড়ীকে গতিরোধ করার চেষ্টা করে।
অবশেষে আগনা এবং মাধবপুরের মধ্যবতি স্থানে এসে গতিরোধ করে সিএজি আটকিয়ে দেশীয় অশ্র দিয়ে ক্ষত বিক্ষত করে মৃত ভেবে তার কাছ থেকে নগদ দুই লক্ষ টাকা সহ মোবাইল নিয়ে চলে যায়। পরে তার আর্তচিৎকারে আশে পাশের লোকজন এসে প্রথমে নবীগঞ্জ সদর হাসপাতাল,পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে গেলে র্কতব্যরত ডাক্তার তাকে ঢাকা বঙ্গ বন্ধু মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।
একি রাতে সন্ত্রাসীরা একি ইউনিয়নের ঘোলডুবা গ্রামের দিকে আত্বগোপনের জন্য গেলে জনতা দাওয়া করে অশ্র সহ তিন সন্ত্রসী জসিম,মিপতাহ,আমির উদ্দীনকে ধরে পুলিশে সুপর্দা করে এবং বাকী রা পালিয়ে যায়। বাকী সন্ত্রসীদের আইনের আওতায় এনে সকল সন্ত্রসীদের দৃস্টান্ত মূলক শাস্তির দাবীতে গতকাল ১৮/০৫/১৭ ইং বিকাল ৫টায় নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে গ্রামবাসীর পক্ষ থেকে বিশাল মানব বন্ধন করা হয়। উক্ত মানব বন্ধনে আপমর জনতা অংশ গ্রহন করে সন্ত্রাসীদের শাস্তি দিতে প্রশাষনের সু দৃস্টি কামনা করেন।