আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ১০ পিস নিষিদ্ধ ইয়াবা টেবলেট সহ ফেরী নৌকার এক মাঝিকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে আজমিরীগঞ্জ পৌর এলাকার নৌ-টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নৌকার মাঝি কিশোরগঞ্জ জেলার ইটনার গজারিয়া মধ্যপাড়ার বাসিন্দা মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে মোঃআলমাছ মিয়া (৪০)।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার মাদকসেবীদের বিভিন্ন আস্তানায় থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হুমায়ূন কবিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় পুলিশের অভিযানের খবর পেয়ে মাদকসেবীরা তাদের আস্তানা থেকে দৌড়ে পালিয়ে যায়।
এদিকে আটক আলমাছ জানায়, সে আজমিরীগঞ্জ পৌর এলাকার নৌ-টার্মিনাল থেকে কিশোরগঞ্জের ইটনার জনতাগঞ্জ বাজারে ফেরীনৌকা দিয়ে লোকজন পারাপার করে জীবিকা নির্বাহ করে।
বুধবার দুপুরে কিশোরগঞ্জের ইটনার জনতাগঞ্জ বাজারের চিহ্নিত নিষিদ্ধ ইয়াবা টেবলেট বিক্রেতা মোঃ শফিক মিয়া (৪৫) তাকে একটি প্যাকেট হাতে দিয়ে আজমিরীগঞ্জ নৌ-টার্মিনালে নিয়ে যেতে বলে।ফেরীনৌকার ভাড়া ৫০ টাকা ও প্যাকেট বাবদ ১ হাজার টাকা দিয়ে প্যাকেটটি একজন নিয়ে যাবে বলে সে জানায়।শফিকের দেয়া প্যাকেটটি নিয়ে ওই নৌ-টার্মিনালে পৌঁছা মাত্রই তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।এদিকে তার ফেরীনৌকাটিও জব্দ করা হয়েছে।