চুনারুঘাট প্রতিনিধিঃ গত কয়েক মাস আগে সি,এম,ও হওয়া সত্বেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না চুনারুঘাটের এক হাজারেরও বেশি গ্রাহক। ঘর ওয়ারিং সহ বিদ্যুৎ সংযোগের যাবতীয় প্রস্তুত করে মাসের পর মাস অপেক্ষার পরও সংযোগ না পেয়ে তারা রীতিমত হতাশ হয়ে পড়ছেন। ছুটছেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী-কর্মকর্তা, আঞ্চলিক পরিচালক সহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে।
সকলেই চাইছেন আসন্ন রমজানের আগেই ঘরে বৈদ্যুতিক সকল সুবিধা ব্যবহার করতে।
চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামের আঃ বাতিনের ছেলে মোঃ দুলাল মিয়া জানান, গত জানুয়ারীর উন্নয়ন মেলায় এক মাসের মধ্যে আবেদনকারীরা বিদ্যুৎ পাবেন শুনে মেলাতেই আবেদন করেও অদ্যবদি পর্যন্ত সংযোগ না পেয়ে তিনি রীতিমত হতাশ হয়েছেন।
এমন মনোভাব ব্যক্ত করেছেন আরো অনেক আবেদনকারীই।
এ ব্যাপারে হবিগঞ্জ পল্লী বিদ্যৎ সমিতির মহা-ব্যবস্থাপক মোঃ সুলাইমান মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এতে হতাশ হবার কিছুই নেই। পর্যাপ্ত মিটার না থাকায় সি,এমও হওয়ার পরও সকলকে সময় মত সংযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে, আগামী সপ্তাহের মধ্যেই মিটার সংকট কেটে যাবে বলে তিনি আশাবাদী। এবং আসন্ন রমজানের আগেই সি,এম,ও হওয়া মিটার গুলোর সংযোগ দেওয়ার চেষ্টা করবেন।