এম এস জিলানী আখনজী, চুনারুঘাট প্রতিনিধি : গতকাল শনিবার দুপুর ১২ ঘটিকার সময় চুনারুঘাট রাজার বাজারে দু:স্থ শিশু সংস্থা কর্তৃক ১০০ শিশুকে স্কুল ব্যাগ ও চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু ও ডাঃ পার্থ সারথী রায় চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান
ও ছফিনা নুর ফাউন্ডেশনের সৌজন্য ১০ মেধাবী শিশুকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
দু:স্থ শিশু সংস্থা কর্মী রাসেদ হাসান এর পরিচালনায় ও চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর,বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম পাটোয়ারী,ওয়ান ব্যাংকের রিলেশনশীপ ম্যানেজার রায়হান উদ্দিন,আমুরোড বাজার সবাপতি বীর-মুক্তিযোদ্ধা আঃ রহমান আজাদ,চুনারুঘাট রিপোটার্স ইউনিটের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাংবাদিক নুরুল আমিন,ফটো সাংবাদিক সৈয়দ কামরুল ইসলাম,সাংবাদিক এম এস জিলানী আখনজী,কবি মতিউর রহমান,সাংবাদিক আ: রাজ্জাক রাজু,ইউপি সদস্য সোহেল চৌধুরী,ক্রেল কর্মকর্তা অর্জুন রায়,মো: স্বপন সাই,আজিজুল হক নাছিরসহ দু:স্থ শিশু সংস্থার এক ঝাঁক সহকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।