রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ অশ্লীল ও কুরুচিপূর্ণ মনোভাব নিয়ে নয়, বরং ডিজিটাল বাংলাদেশ গড়তে একজন তরুন প্রজন্মের শিক্ষার্থীকে ইন্টারনেটের মতো তথ্য প্রযুক্তি ব্যবহারে আন্তরিক ইচ্ছের প্রতিফলন ঘটানোর প্রত্যয় নিয়ে আজ বুধবার হবিগঞ্জে শুরু হয়েছে ‘সপ্তাহ ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৭’।
এ উপলক্ষে এদিন দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসন। জিয়া উদ্দিনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিস্ট প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এ, টি, এম আজহারুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব মোঃ এমরান হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, সর্বজ্বন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সংশ্লিস্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার এবং হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রিন্সিপাল সৈয়দা রওশন আরা প্রমুখ। প্রধান অতিথি উপসচিব মোঃ এমরান হোসেন সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপনকে বাস্তবায়িত করার ক্ষেত্রে তরুন প্রজন্মের শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রের সাথে যেমন পরিচিতি হতে হবে, তেমনি তড়িৎ গতিতে তা ব্যবহারে নিজেকে মনোনিবেশ করতে হবে। তবে মনে রাখতে হবে যে, এই ইন্টারনেট ব্যবহারে যেমন সুফলতা আছে, তেমনি কুফলও রয়েছে।
ফেইসবুক বা অন্যান্য অপশন ব্যবহারের ক্ষেত্রে ভালটাই বেঁছে নিতে হবে এই প্রজন্মের শিক্ষার্থীকে। কোন অশ্লীল বা করুচীপূর্ণ মনোভাব নিয়ে ইন্টারনেট ব্যবহার করলে একজন ভাল মানুষতো হওয়া সম্ভবই নয় বরং জীবনে প্রতিষ্ঠিত হবার লক্ষ্য ভেঙ্গে যাবে। তাই তরুন প্রজন্মকে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে এই ৭১’এর বাংলাদেশকে পুরোপুরি ডিজিটাল বাংলাদেশ গড়তে এখনই ঝাঁপিয়ে পড়তে হবে।
পরে প্রধান অতিথি উপসচিব এমরান সংশ্লিস্ট একাডেমী প্রাঙ্গনে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ- ২০১৭ ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করে স্টল গুলো ঘুরে দেখেন। এদিকে মেলার প্রথম দিনেই তরুন প্রজন্মের শিক্ষার্থী সহ সকল পেশার মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যনীয়।