খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চুনারঘাট উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে মধ্য বাজারে পথ সভায় চুনারঘাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক সুহেল আরমানের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, যুগ্ন আহবায়ক মোহাম্মাদ বিল্লাল, হিরন মিয়া, শাহজান সামি, আব্দুল্লা আল মিজবা, মুজাহিদ আহমেদ, টিপু ফরায়েজী, শরিফ, ফুলমিয়া খন্দকার মায়া, মোঃ আসহাদুল আলম সুজন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শিফন খাঁন, সাধারণ সম্পাদক খাইরুল আসলম, রাজিব, সাইদ রুমন, নাজমুল হোসেন নোমান, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুক মিয়া, চুনারুঘাট কলেজ ছাত্রলীগে নেতা সায়েম তালকদার, শামীম মিয়া, জাহাঙ্গীর তরফদার, রাসেল মিয়া, প্রমুখ।
উল্লেখ্য, ১৯৮১ সালে ১৭ মে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তিন দশক আগে ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন।
ওই দিনটি ছিল রবিবার। ওই দিন বৈরী আবহাওয়া উপেক্ষা করে তাকে একনজর দেখার জন্য কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেরেবাংলা নগর পর্যন্ত এলাকাজুড়ে লাখো জনতার ঢল নামে। সেদিনের গগণ বিদারী মেঘ গর্জন, ঝাঞ্ঝা-বিক্ষুব্ধ প্রকৃৃতি যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বদলা নেওয়ার লক্ষ্যে গর্জে উঠেছিল, আর অবিরাম মুষল ধারে ভারি-বর্ষণে যেন ধূয়ে-মুছে যাচ্ছিল বাংলার মাটিতে পিতৃ হত্যার জমাট বাঁধা পাপ আর কলঙ্কের চিহ্ন।