আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ৩০ লিটার চুলাইমদ সহ এক নারী মাদক ব্যসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ আজমিরীগঞ্জ পৌর এলাকার এড়ালিয়া মুচিপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী পৌর এলাকার এড়ালিয়া মুচিপাড়ায় মালতী রানী রবিদাস (৪২)।
পুলিশ জানায়, অভিযান চলাকালীন সময়ে পৌর এলাকার আজিমনগর লম্বাহাটি গ্রামের বাসিন্দা মোঃ গোলাম আলীর পুত্র শিবলু মিয়া (৩৫) পুলিশের অস্তিত্ব টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায়।এ ছাড়া ওই দু’জন দীর্ঘদিন যাবৎ চুলাইমদ বিক্রির সহিত জড়িত।
উল্লেখিত দু’জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
থানার এস আই হুমায়ূন কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।