নবীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ফœান্সিসকাল রিটভেল্ড নবীগঞ্জ থানা পরির্দশন করেছেন ।
মঙ্গলবার সকালে তিনি নবীগঞ্জ থানায় আসলে থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
পরে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এ এস পি রাসেলুর রহমান ও অফিসার ইনর্চাজের সাথে এক মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন- থানার সেকেন্ড অফিসার মোবারক আলী, এস আই আবুল খয়ের, এস আই পলাশ চন্দ্র দাশ।