নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে ইন্টারনেট সপ্তাহ উদযাপন উপলক্ষে ইন্টারনেটের সঠিক এবং নিরাপদ ব্যবহার ও “শেখ হাসিনার উদ্যোগ, ডিজিটাল বাংলাদেশ” র্শীষক উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জে.কে মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজিনা সারোয়ার, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, দৈনিক সময় পত্রিকার প্রকাশক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমুখ। এসময় অতিথিবৃন্দ বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।