ছনি চৌধুরী,(হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কাজ সম্পন্ন হয়েছে। নবীগঞ্জ উপজেলা হল রুমে গত শনিবার ১৩ মে হইতে ১৫ মে সোমবার পর্যন্ত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কাজ অনুষ্ঠিত হয়।
এতে অনলাইনে আবেদনকৃত ৩৬ জন গেজেডভূক্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে ৩৩ জন মুক্তিযোদ্ধা উপস্থিত হয়ে উপজেলা কার্যালয়ে তাদের স্ব স্ব বয়ান পেশ করে।
মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দিন, নবীগঞ্জ উপজেলা সহকারী কর্মকর্তা ভূমি জিতেন্দ্র কুমার নাথ, হবিগঞ্জ জেলা ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়, সাবেক নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা রবিন্দ্র চন্দ্র দাস, নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি বিজয় ভূষন দাস, বীর মুক্তিযোদ্ধা সামছুউদ্দিন ও নোয়াব আলী।
এদের উপস্থিতিতে নবীগঞ্জ উপজেলার বাদ পড়া মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কাজ সম্পন্ন করা হয়েছে।