স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই গ্রামে ভুল চিকিৎসায় সপ্তম শ্রেনীর ছাত্র আকাশ মিয়া(১৩)মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে স্কুল ছাত্র আকাশ মিয়া মৃত্যুরকুলে ঢলে পড়ে। নিহত আকাশ ওই গ্রামে ফজলু মিয়ার ছেলে। সে হাজী আফরাজ আলী হাইস্কুলের ছাত্র।
এ ঘটনার পর আকাশের পরিবারের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ থানায় ৫৮৪ নাম্বারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ২০দিন আগে আকাশ মিয়া দাঁতের ব্যাথা ছটফট করলে স্থানীয় সুতাং বাজারে ডাক্তার বিলাল হোসেনের কাছ গেলে তিনি দাঁত ফেলে দেয়ার পরামর্শ দেন এবং ফেলে দেন। এর পর থেকেই দাঁতের গোড়ায় প্রচন্ড রক্তপাত ও ব্যথা শুরু হয়। এ ঘটনার পর দিন আকাশের বাবা হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আকাশ মিয়াকে সিলেট হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন।
পরে আকাশ মিয়াকে ভর্তি করা হয় সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ৪-৫ দিন থাকার পর চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৫ মে সোমবার আকাশ মিয়াকে বাড়িতে নিয়ে গেলে মঙ্গলবার ভোর ৪টার দিকে মৃত্যুর কুলে ঢলে পড়ে আকাশ মিয়া।
নিহত আকাশের চাচা আব্দুল মতিন বলেন, আকাশের দাঁতে ব্যথা হলে ডাঃ বিলাল হোসেন ইনজেকশন পুশ করে মোছনা দিয়ে টেনে দাঁত ফেলে দেন। এরপর থেকেই দাঁতের গোড়ায় রক্তক্ষরণ শুরু হয়।
স্থানীয় ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য মুক্তা বেগম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আকাশের দাঁতে ব্যথা হলে ডাঃ বিলাল হোসেন দাঁত ফেলে দেবার পর থেকে দাতের গোড়ায় রক্তক্ষরণ হয়েছে বলে শুনেছি।
ডাক্তার বিলাল হোসেনে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আকাশের দাঁত পালাইনি, ব্যথা কমার জন্য ওষুধ দিয়েছি মাত্র।
শায়েস্তাগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,এঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।