নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের মৃত তাউছ মিয়ার অসুস্থ বিধবা স্ত্রী ফাতেহা বেগম’কে তার সুচিকিৎসার জন্য স্থানীয় যুবকদের সংগ্রহকৃত আর্থিক অনুদান তোলে দিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম।
সোমবার বিকেলে ছালামতপুর বাসষ্ট্যান্ড এলাকায় এক অনুষ্টানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ সামছুল ইসলাম, খোকন মিয়া, আব্দুল হামিদ ও নবীন সাংবাদিক রাসেল রহমান প্রমূখ।
উল্লেখ্য অসহায় ফাতেহা বেগম দীর্ঘদিন ধরে চোখের নানা সমস্যা নিয়ে ভোগছিলেন। আর্থিক অভাবে সুচিকিৎসা না করাতে পেরে জটিল হয়ে উঠে। খবর পেয়ে ওই এলাকার কলেজ ছাত্র ও নবীন সাংবাদিক রাসেল রহমান অসহায় মহিলার আকুতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ট্যাটার্সের মাধ্যমে আর্থিক সহযোগিতার দাবী জানালে ফেইসবুকের তার বন্ধুরা সহযোগিতা করে। ওই সহযোগিতার অর্থ সোমবার অনুষ্টানের মাধ্যমে ওই মহিলার হাতে পৌছে দেয়া হয়।