নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ইয়াবা ট্যাবলেটসহ ছাবির মিয়া (২৪) নামের এক মাদক বিক্রেতা’কে গ্রেফতার করেছে। ধৃত ছাবির উপজেলার সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের মৃত ছমরু মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানাযায়, ওই গ্রামের ছাবির মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট সেবন ও বিক্রি করে আসছে।
সোমবার বিকেলে স্থানীয় রসুলগঞ্জ বাজারে মিনাজ মিয়ার দোকানে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করে। গোপন সংবাদে এ খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের এসআই সুজিত চক্রবত্তীর নেতৃত্বে একদল পুলিশ রসুলগঞ্জ বাজারের উল্লেখিত দোকান থেকে ছাবির মিয়াকে আটক করে।
এ সময় তার দেহ তল্লাশী করে ১৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।