ছনি চৌধুরী,(হবিগঞ্জ) নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ হামলা করে যুবককে মারপিট করার ঘটনায় দায়েরকৃত মামলায় সাহিদ মিয়া(৩৭)কে গ্রেফতার করেছে।
সে স্থানীয় মধ্যসমত গ্রামের রয়ফর উল্লার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার মধ্যসমত গ্রামের কানু লাল রায়ের ভাগেনা ইনাতগঞ্জ বাজারের ব্যবসায়ী সুমন রায়ের উপর রাতের আধারে সাহিদ মিয়া ও তার ভাই শামীম হামলা করে বেধড়ক মারপিট করে জিআর পাইপ দিয়ে তার পা ভেঙ্গে দেয়।
এ ঘটনায় কানু লাল রায় বাদী হয়ে শামীম ও সাহিদকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী শামীম মিয়া বর্তমানে কারাগারে রয়েছে। সোমবার বিকেল ৫টার সময় ইনাতগঞ্জ ফাঁড়ীর এসআই ধর্মজিৎ সিনহা সঙ্গীয় ফোর্স নিয়ে ইনাতগঞ্জ বাজার থেকে সাহিদকে গ্রেফতার করেন। এসআই ধর্মজিৎ সিনহা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।