এস এইচ টিটু : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
সোমবার সকাল সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জ থানা সংলগ্ন সিএনজি পাম্পের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ খবর পেয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো: জসিম উদ্দিন খন্দকার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওভারটেক করতে গিয়ে সিলেটগামী(ঢাকা মেট্রো-ব-১১-০৮২৬)সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
এসময় বাসে থাকা অন্তত ১২জন যাত্রী আহত হন।এদের মধ্যে ৫ থেকে ৬জন গুরুত্বর আহত হয়েছে তাদের কে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।