ডেস্ক : সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একই পরিবারের তিনজনসহ চার বাংলাদেশি। এতে আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (১৩ মে) ভোরে দেশটির হাফার আল বাতেনের উম্মে জমজম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজন হলেন ফেনীর ব্যবসায়ী আবদুল আজিজ, তার ছেলে আরাফাত, মেয়ে এবং তাদের গাড়িচালক মাসুদ। মাসুদের বাড়ি দিনাজপুরে।
জানা যায়, তারা সম্প্রতি সৌদিতে ওমরাহ করতে যান। ওমরাহ পালন শেষে বাতেনে যাওয়ার পথে উম্মে জমজম এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় গুরুতর আহত দু’জনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।