নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার লস্করপুর নামক স্থানে সিএনজি অটোরিক্সাকে বাচাঁতে গিয়ে যাত্রীবাহি বাস উল্টে ২৫ জন যাত্রী আহত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদ্যপাশা নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী শাহজালাল পরিবহনের (ঢাকা মেট্রো ব- ০২-০০৫০) একটি যাত্রীবাহি বাস সিএনজি অটোরিক্সাকে বাচাঁতে গিয়ে হার্ড ব্রেইকের ফলে বাসটি উল্টে যায়। এ ঘটনায় আহত হয়েছে নারী পুরুষ সহ ২৫ জন যাত্রী।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করছে স্থানীয় লোকজন।