ছনি চৌধুরী(হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুজাত মিয়া (১৫) নামে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
এঘটনায় একই পরিবারের আহত হয়েছেন অন্তত ৮ জন।
বুধবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ১ নং বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাই গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। স্থানীয় সুত্রে জানা যায়, আমড়াখাইর গ্রামে গত সোমবার বিকেলে ওই গ্রামের ফয়জ উল্লাহ’র একটি ষাড় গোচারণ ভুমিতে বাধা অবস্থায় একই গ্রামের আব্দুল খালেকের ছেলের আরেকটি ষাঁড় নিয়ে লড়াই শুরু করে।
এ খবর পেয়ে ষাড়ের মালিক ফয়জ উল্লাহর লোকেরা বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় । গত সোমবারের বিরুধের জের ধরে বুধবার সকালে উভয়পক্ষেও লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় সংঘর্ষে আমড়াখাই গ্রামের অফর মিয়ার ছেলে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সুজাত মিয়া, রনি মিয়া, ফয়জ উল্লাহ, সৈয়দুল নেহার(৪৫), আল-আমিন (২২), আব্দুল্লাহ(৭০), বাহার উল্লাহ, জসিম উদ্দিন সহ ৮জন গুরুতর আহত হয়। খবর পেয়ে তাৎক্ষনিক নবীগঞ্জ থানা পুলিশের একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অষ্টম শ্রেণীর ছাত্র সুজাত মিয়াকে মৃত ঘোষণা করেন। এঘটনায় উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাই গ্রামে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আমড়াখাই গ্রামের মৃত হাছন আলীর পুত্র আব্দুল খালেক(৫০) ও আটককৃত আব্দুর খালেক এর পুত্র নাজমুল ইসলাম(২৫),ও একই গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র শাহিনুর মিয়া(২২) সহ ৪ জনকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ । নবীগঞ্জ বাহুবল সার্কেলের এ এস পি মোঃ রাসেলুর রহমান,ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে আমি সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি । এদিকে সংঘর্ষে নিহত অষ্টম শ্রেণীর ছাত্র সুজাত মিয়ার মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।