মনিরুল ইসলাম শামিম : বাহুবলের মিরপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় ইউনিয়ন কমপ্লেক্সে বিট পুলিশিং অফিস উদ্বোধন করা হয়।
মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত এর সভাপতিত্বে ও বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল সার্কেলের দায়িত্বরত এএসপি রাসেলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ও অফিসার ইনচার্জ (তদন্ত) বিশ্বজিৎ দেব।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসআই শেখ আতাউর রহমান, এএসআই আতাউর রহমান, মিরপুর ইউপি সংরক্ষিত মহিলা সদস্য রাজিয়া খাতুন, ব্যাক্স সভাপতি আলহাজ্জ সামছুল হক মাষ্ঠার প্রমূখ।
বৈঠক শেষে পুলিশের কর্মকর্তারা ইউপি ভবনের দোতলায় ফিতা কেটে বিট পুলিশিং এর কার্যালয় উদ্বোধন করেন এবং এসআই জহিরুল ইসলামকে কার্যালয়ের ইনচার্জ হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন।