ছনি চৌধুরী,হবিগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি উল্টে একজন যাত্রী গুরুতর আহত হয়েছে । আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
গত সিএনজি অটো রিক্সা মহাসড়কে চলাচলে নিষিদ্ধ করেছে সরকার তারপর ও থেমে নেই চলাচল ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে সিএনজি যোগে তৌফিকুল ইসলাম নবীগঞ্জ থেকে আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর যাচ্ছিলেন যাওয়ার পথিমধ্যে আউশকান্দি ও সৈয়দপুরের মাধ্যখানে পৌঁছা মাত্রই শেরপুর হাইওয়ে পুলিশের একটি টহলরত দল সিএনজিকে ধরার জন্য ধাওয়া দেয় এসময় দ্রুত গতিতে চালক সিএনজি নিয়ে পালানোর চেষ্টা করলে হঠাৎ সিএনজি উল্টে যায় এসময় গুরুতর আহত হন যাত্রী তৌফিকুল ইসলাম (৩২) ।
পরে আউশকান্দি ইউপি চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় জনতার সহযোগীতায় আহত তৌফিকুলতে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । এবিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল ভৌমিক জানান,মহাসড়কে সিএনজি দেখে ধাওয়া দিলে হঠাৎ সিএনজিটি উল্টে যায় ।
অন্যদিকে মহাসড়কে সিএনজি নিষিদ্ধ হলেও প্রশাসনের উদাসীনতার কারণে অবাধে সিএনজি চলাচল করছে এমনটাই মনে করছে সচেতন মহল । সংবাদটি লেখা পর্যন্ত আহত তৌফিকুলের অবস্থা গুরুতর বলে জানা গেছে ।