হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শ্লোগান নিয়ে বহিরাঙ্গন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগসহ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূলে জনসাধারণের কাছে তুলে ধরার লক্ষ্যে সোমবার দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল আলমের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ ড. আব্দুল মালেক, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ ও প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক। অনুষ্ঠান শেষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।