আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নস্থ রাজার বাজার-চাঁন্দপুর ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।
৮ মে সোমবার বিকাল ৩ ঘটিকায় উপজেলার ফুল-ছড়ায় উপর ব্রিজটি নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনে আরো উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মাসুদুল ইসলাম,চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আঃ রাজ্জাক রাজু প্রমূখ।
চেয়ারম্যান সনজু চৌধুরী ও এলাকাবাসীরা জানান, এ ব্রিজটি নির্মীত হলে উপজেলার চারটি ইউনিয়নের (১নং ২নং ৩ নং ও ১০) কয়েক হাজার জন সাধারণের উপজেলার সর্ব বৃহৎ ছাগল বাজার চাঁন্দ পুরের সাথে যোগাযোগ সহজ হওয়া ছাড়াও ব্যয় এবং সময় অনেকটাই কমে যাবে।
১৬ লক্ষ টাকা ব্যয়ে দু্র্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে এ ব্রিজটির ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারাকে চেয়ারম্যান সনজু চৌধুরী এলাকাবাসীর একটি প্রাণের দাবী পূরণ করতে পেরেছেন বলে মনে করছেন।