রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ গাজাসহ আব্দুল গাফফার (৩০)কে গ্রেফতার করেছে।
সে নবীগঞ্জের সীমান্তবর্তী রানীগঞ্জ ইউনিয়নের সামারগাঁও গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র। গত রবিবার রাতে ইনাতগঞ্জ ফাঁড়ীর এস আই ধর্মজিৎ সিনহা ও এস আই রাসেল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ মাদক দ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করে নবীগঞ্জের কাজীর বাজার এলাকা থেকে ৫শ’পুরিয়া গাজাসহ গাফফারকে গ্রেফতার করে।
এসআই ধর্মজিৎ সিনহা জানান,ইনাতগঞ্জ এলাকা পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী হওয়ায় এবং জগন্নাথপুর থানার পুলিশের টহল ব্যবস্থা না থাকায় ওই উপজেলার পাশ্ববর্তী গ্রামের মাদক ব্যবসায়ীরা ইনাতগঞ্জ এলাকায় প্রবেশে লিপ্ত থাকে। তবে মাদক দ্রব্য অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।