নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ বাহুবল উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ৭ মে (রবিবার) বাহুবলের মৌচাক মার্কেটে জেলা মৎস্যজীবীলীগে যুগ্ম আহ্বায়ক প্রভাষক মনোহর আলীর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ ইয়াকুত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক শাহ আলম। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা মৎস্যজীবীলীগের সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম। বক্তব্য রাখেন মোঃ ইসলাম উদ্দিন, আবুল হুসেন মাস্টার, মোঃ সাদ্দত আলী, আব্দুল আজিজ, সফর আলী, জয়নাল আবেদীন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে প্রভাষক মোঃ ইয়াকুত আলীকে আহ্বায়ক ও আব্দুল আজিজকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোঃ ইসলাম উদ্দিন, মোঃ সাদ্দত আলী, আবুল হুসেন মাস্টার। সদস্য আমজদ আলী, ইউনুফ আলী, সফর আলী, জয়নাল আবেদীন, সমুজ আলী, উজ্জল মিয়া, নূরুল হক।
উল্লেখ্য, আগামী ৩ দিনের মধ্যে ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদ পূরণ করা হবে।