উচাইল থেকে আকিকুল ইসলাম লালুঃ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল চারিনাও গ্রামের দক্ষিণে বটমূলে হবিগঞ্জ লাখাই-৩ আসনের মাননীয় এমপি মহোদয়ের সাহায্যের্থে শ্রী শ্রী শশ্মান কালী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামীলীগ এর ৬নং রাজিউড়া ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি জনাব এমরান আহমেদ ভিত্তি স্থাপন কালে গীতা পাঠ করেন স্বারদা সংঘের সভাপতি পৌরহিত সুজিৎ চন্দ্র পাল। এসময় আওয়ামীলীগ সভাপতি জানান যে বাংলাদেশ আওয়ামীলীগ সব ধর্মের অনুসারীদের সাহায্য দিয়ে আসছে ভবিশ্যতে আরো উন্নয়নমূলক কাজে সাহায্য সহযোগিতা করবে।
এসময় উপস্থিত ছিলেন রাজিউড়া ইউপি চেয়ারম্যান শেখ কামাল আহমেদ, মন্দির কমিটির সভাপতি ভানু চন্দ্র শীল মন্টু, ইউপি যুবলীগ নেতা এমদাদুল হক মিলন, শহীদ মিয়া, ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা জনাবা সামছুন্নাহার বেগম , উচাইল বাজারের ব্যবসায়ীক হাফিজুর রহমান সুজন, সাবেক ১ নং ওয়ার্ডের মেম্বার ফিরোজ মিয়া, ২নং ওয়ার্ডের সদস্য জিল্লুর রহমান, ১নং ওয়ার্ডে মেম্বার সুরুজ মিয়া, কালী মন্দিরের সদস্য শ্রী গোপাল চন্দ্র শীল, কাজল চন্দ্র শীল, নারায়র চন্দ্র দেব, চন্দন চন্দ্র শীল , বাদল চন্দ্র শীল, চঞ্চল চন্দ্র শীল ,অরুন চন্দ্র শীল, মোহিত চন্দ্র শীল ও শীতল চন্দ্র শীল উরপে সুজন সাধু এছাড়া আরো এলাকারর গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।