নিজস্ব প্রতিনিধিঃ আজমিরীগঞ্জে এক এন্ডিং জুয়ারীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে আজমিরীগঞ্জ পৌর এলাকার আজিমনগর মুন্সিহাঠি গ্রামের মৃতঃ জলদার মিয়ার পুত্র আমিনুল ইসলাম (৪০)।
জানাযায়, আজমিরীগঞ্জ সদরে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়া ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পুলিশ।
৬-৫-২০১৭ ইং শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে এ এস আই আব্দুল মালেক, নাসিম উদ্দিন, বিকাশ দেবনাথ, তোহাসহ একদল পুলিশ অভিযান ছালিয়ে মুন সিনেমা হল রোডে অভিযান ছালিয়ে আমিনুলকে গ্রেফতার করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেঢ টিটন খিসার কার্যালয়ে হাজির করে ভ্রাম্যমান আদালত বসিয়ে আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।