চুনারুঘাট থেকে :চুনারুঘাট উপজেলা আহম্মদাবাদ ইউনিয়নের গনশামপুর গ্রামে কেরামত আলীর ছেলে আছমত আলী (৫৫) এর বসত বাড়িতে বিদ্যুতের সটসার্টিকের আগুনে একটি টিনের ঘর পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা ঘনশামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। জানাযায়, আসমত উল্লার শোর-চিৎকার শুনে এলকার লোকজন এগিয়ে এসে ঘরে আগুন দেখতে পায়। পরে এলাকাল লোকজন আগুন নিবাতে চেষ্টা করে কিছু করতে পারেনি। এ সময় ঘরে থাকা ধান, চাল কাপর-চোপর, টাকা,পয়সা সহ সমন্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পাশে আসমত আলীর ভাই সৌদি প্রবাসীর ঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।