সৈয়দ আখলাক উদ্দিন মনসুর : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের ছায়া বৃক্ষগাছ কেটে নেওয়ার সময় বাগানের চকিদারকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে লক্ষাধিক টাকার গাছ নিয়ে যায় পাচারকারীরা। তাদের চার গাছ পাচারকারীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায় শনিবার গভীর রাত্রে উপজেলার দেউন্দি চা বাগানের ছায়া বৃক্ষ গাছ কেটে নেওয়ার সময় বাগানের চকিদার আকবর খাঁ গাছ কাটার শব্দ শুনে দৌড়ে যায় গিলানি ফাড়ির গাছ কেটে একটি পিক আপ গাড়িতে ভর্তি করে।
এসময় চকিদার পাইকপাড়া ইউনিয়নের হলুদি গ্রামের কুখ্যাত গাছ চুর সবুজ খাঁ, আবুল হোসেন, লোকমান ও নোমান মিয়াসহ সংবদ্ধ গাছ পাচারকারীর দলকে আটক করে। এসময় চকিদারকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাথারি ভাবে মারধর করে এবং তার চিৎকারে বাগানের শ্রমিকরা দৌড়ে এসে চকিদারকে মাটিতে পড়ে থাকতে দেখে। পরে শ্রমিকদের চিৎকার শুনে গাছ পাচারকারীরা পিকআাপে করে লক্ষাধিক টাকার বাগানের গাছ নিয়ে পালিয়ে যায়। তিনটি গাছের টুকরা রাস্তায় পড়ে থাকে। পরে শ্রমিকরা চকিদারকে রক্তাক্ত অবস্থায় দেখে চুনারুঘাট উপজেলা হাসপাতালে ভর্তি করে।
এ খবর বাগান কর্তৃপক্ষ শুনে চুনারুঘাট থানার পুলিশ অবগত করে। পরে পুলিশ বাগানের ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় চার সংঘবব্ধ গাছ চুরদের বিরুদ্ধে মামলা হয়েছে।
অপরদিকে দেউন্দি চা বাগানের চায়া বৃক্ষ কাটার মহোউৎসব চলছে রাতের আধারে। চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের স্থানীয় কিছু প্রভাবশালী এবং গাছ চুরির চক্র রাতের আধারে নির্বিচারে চা বাগানের এসব ছায়া বৃক্ষ খেটে নিয়ে চুনারুঘাট উপজেলার পৌরসভা, চুনারুঘাট সদর,পাইকপাড়া,শানখলা ইউনিয়ন সহ শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরসভা ও ইউনিয়ন, নুরপুর ইউনিয়নে অর্ধশতাধিক করাত কল গুলো ও ফার্নিচার দোকানে বিক্রি করছে।
গাছ গুলো বেশির ভাগ দেউন্দি চা বাগান থেকে পিকআপ,ডায়না,ট্রাক,পাওয়ার টিলার, ইঞ্জিন চালিত ট্যাস্কো, ভ্যান গাড়ি যোগে শায়েস্তাগঞ্জের মহাসড়কের পার্শ্বে,বাছিরগঞ্জ বাজার (সুতাং), চুনারুঘাটের বিকল্প অলিগলি রাস্তা দিয়ে পাচার হচ্ছে গভীর রাত থেকে ভোর ৫ টা পর্যন্ত বিভিন্ন প্রজাতির ছায়া বৃক্ষ। দেউন্দি চা বাগানের কর্তৃপক্ষ ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন এ প্রতিনিধিকে জানান, প্রতিদিন দেউন্দি চা বাগান থেকে রাতের আধারে পাহাড়াদার থেকে গাছ পাচারকারীরা রাতের আধারে গাছ কেটে চুনারুঘাটের বিভিন্ন অলিগলি রাস্তা দিয়ে গাছ পাচার করছে। ছায়া বৃক্ষ অনেক গাছ উদ্ধার করে চা ফ্যাক্টরিতে রাখা হয়েছে। কিন্তু বাগান কর্তৃপক্ষ চুনারুঘাট থানায় দীর্ঘ কয়েক বছর ধরে বেশ কয়েকটি মামলা দিয়েছে। মামলার কোন আসামীদের কে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নি।
পাইকপাড়া ইউনিয়নের নাম প্রকাশ্যে অনুচ্ছক সাবেক মেম্বার এ প্রতিনিধিকে জানান, দেউন্দি চা বাগানের ছায়া বৃক্ষ গাছগুলো ক্রয় করছে প্রভাবশালী নেতারা কিন্ত প্রভাবশালীদের দাপটে নিরীহ লোকজন কথা বলতে পারছেন না। অথচ চুনারুঘাট থানা পুলিশ , শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও শায়েস্তাগঞ্জ থানার উপর দিয়ে বিভিন্ন করাত কলে চোরাইগাছ নিয়ে গেলে ও আটক করছেনা থানা পুলিশ।
সূত্রে জানাযায়,গাছ পাচারকারীরা চুনারুঘাট থানা,শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও বন বিভাগের চেক পোষ্টদের, কে আতাত করে ব্যবসা করছে। অপর দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেঞ্জ-১,বনবিভট,চুনারুঘাটের রঘুনন্দন,শালটিলা ও সাতছড়ি বনভিটের রেঞ্জ, বনপ্রহরী কে প্রতি দিন মোটা অংকের টাকা দিয়ে রাতের আধারে ছায়া বৃক্ষ গুলো পাচারকারীরা কেটে নিয়ে যাচ্ছে। স্থানীয় প্রভাবশালী ও সাধারণ গাছ চুরি চক্র নামধারী নেতাদের পরিচয় দিয়ে গাছ পাচার করছে। ঐ সব গাছ পাচারকারী,করাতকলের মালিক,ফার্নিচার দোকানের মালিক,বন বিটের কর্মকর্তা কর্মচারীরা আঙ্গুল ফুলে বছরে লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখছে।