মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাটে কৃষি বিভাগের উদ্যোগে ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় চুনারুঘাট শহীদ মিনার প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন সরকার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, যুগ্ম-সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক সজল দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়্ ামহালদার, সাধারণ সম্পাদক আবুল খায়ের, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক আহমেদ প্রমুখ। কৃষি ও প্রযুক্তি মেলায় কৃষিজাত পণ্যের প্রায় ৩০টি স্টল বসেছে।