নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ জে,কে হাইস্কুল মাঠে অনুষ্টিত প্রিমিয়াম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকালে শেষ হয়েছে। খেলায় নবীগঞ্জ সিড়িঁ স্পোটিং ক্লাব বনাম রয়েল স্পোটিং ক্লাব অংশ গ্রহন করেন।
উত্তেজনাপুর্ণ উক্ত টুর্নামেন্টে ১-০ গোলে সিড়িঁ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে। পরে অনুষ্টানের প্রধান অতিথি নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম বিজয়ী দলের ক্যাপ্টেন আবুল কালামের হাতে চ্যাম্পিয়ান টপি তোলে দেন।
খেলায় রার্নাস আপ দলের অধিনায়ক নুরুল হকে হাতে টপি তোলে দেন বিশেষ অতিথি পৌর কাউন্সিলর সুন্দর আলী ও প্রাক্তন মেম্বার রফিক মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নুরুল আমীন, সোহাগ আহমদ প্রমূখ।