আবু হেনা আজমিরীগঞ্জ থেকে : আজমিরীগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ তিন তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা পৌর এলাকার শরীফনগর গ্রামের মৃতঃ আব্দুল গণি মিয়ার পুত্র সেকেল রানা (৩৫), মুন্সি হাঠি গ্রামের আবুল মিয়ার পুত্র সুমন মিয়া (৩৬), মৃতঃরেজেক আলীর পুত্র নজরুল ইসলাম(৩৭) কে গত বৃহস্পতিবার গভির রাতে পৌর এলাকার আজিম নগর মুন্সিহাঠি গ্রামে অভিযান ছালিয়ে তাদেরকে গ্রেফতার করে। জানাযায়, আজমিরীগঞ্জ পৌর এলাকায় দীর্ঘদিন যাবৎ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এস আই হুমায়ূন কবীরের নেতৃত্বে এএস আই নাসিম উদ্দিন,আব্দুল মালেক, সোহেল রানা, বিকাশ দেবনাথসহ একদল পুলিশ অভিযান ছালিয়ে ইয়াবা বিক্রিকালে নজরুলের বাড়ি থেকে ৬ পিস যৌন উত্তেজক ট্যাবলট ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে। এসময় পুলিশ নজরুলে বাড়ি তল্লাশি ছালিয়ে ভারত নিয়ন্ত্রিত শিলং এন্ডিং জুয়া খেলার নজরুলের নামে দুই শ্লিপ উদ্ধার করে। এব্যাপারে আজমিরীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদকদব্য আইনে মামলা দায়ের করা হয়।