মাধবপুর থেকে সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে সিএনজি অটোরিক্সা ও ট্রাকের সংঘর্ষে সিএনজি আরোহী ৫ জন আহত হয়েছে। পুলিশ জানায়, মাধবপুর থেকে একটি সিএনজি নোয়াপাড়া যাওয়ার পথে উল্লেখিত এলাকায় পিছন দিক থেকে সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬১২০৫) ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল গুরুতর আহত অবস্থায় সিএনজি অটোরিক্সা যাত্রী মিলন দাস (৪০), বাবুল মিয়া (২৮), অনতি দেবনাথ (৪০), রাজু মিয়া (৩৪) ও আছিয়াকে (২৮) উদ্ধার করে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।