এসএম সুরুজ আলী : হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার এক বাসা থেকে স্বর্ণ চুরির অভিযোগে কাজের মেয়ে, তার বান্ধবী ও পিতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- নরসিংদী জেলার রায়পুর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র সালাউদ্দিন (৪০), সালাউদ্দিনের কন্যা সোনিয়া (১৪) ও একই গ্রামের আব্দুল কাদিরের কন্যা তাসলিমা (১৫)।
পুলিশ সূত্র জানায়, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা উমেদ আলী শামীমের বাসভবনের ভাড়াটিয়া রফিকুল ইসলামের বাসায় এক বছর ধরে গৃহকর্মীর কাজ করছিল সোনিয়া আক্তার। গত এক সপ্তাহ আগে সোনিয়া আক্তার হঠাৎ করে তার বান্ধবী তাছলিমা আক্তারকে ওই বাসায় নিয়ে আসে। ওইদিন রাতেই তার বাসা থেকে তারা দুই বান্ধবী ৫/৬ ভরি স্বর্ণালঙ্কার ও কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়। বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করা হলে এসআই কৃষ্ণ মোহন তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি আংটি ও ১টি কানের দুল উদ্ধার করা হয়। এ ব্যাপারে গৃহকর্তা বাদী হয়ে মামলা করেছেন।
এ ব্যাপারে আটক সালাউদ্দিন সাংবাদিকদের বলেন- জীবিকার তাগিদে আমার স্ত্রী দুবাই যাওয়ায় আমি আমার মেয়ে সোনিয়াকে রফিকুল সাহেবের বাসায় রাখি। সেখানে থাকা অবস্থায় রফিকুল আমার মেয়েকে অনেক আদর যতœ করেছেন। কিন্তু অবুঝ মেয়ে না বুঝে সামান্য স্বর্ণ নিয়ে আমার বাড়িতে গেলে আমি তাকে গালিগালাজ করি এবং তাকে বুঝিয়ে ক্ষমা চাওয়ার জন্য আমি স্বর্ণ নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে আসি। কিন্তু রফিক সাহেব আমাদের আগমনের উদ্দেশ্য না বুঝেই আমাদেরকে পুলিশে ধরিয়ে দিলেন।