চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর বিট পুলিশ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার এস.এম রাজু আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত)নুরুল ইসলাম,মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি আঃ ছামাদ মাষ্টার,প্যানেল চেয়ারম্যান মানিক মিয়া সহ ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যা বৃন্দ,ইউনিয়নের মসজিদের ইমাম সাহেবগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এএসপি রাজু আহমেদ বলেন,কমিউনিটি পুলিশিং কার্য্যক্রম জোরদার করে জঙ্গি,মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ প্রতিরোধে তৎপর হতে হবে।
এ দেশ আপনার আমার সকলের,তাই দেশের শান্তি শৃংখলা রক্ষা করা সকলের দায়িত্ব।আসুন সকলেই দেশের জন্য কাজ করি, স্বপ্নের সোনার বাংলা গড়তে একযোগে কাজ করি