নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা অতিতেও দারিদ্র ও ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি গতকাল বুধবার উপজেলার ১০ নং দেবপাড়া, ১১ নং গজনাইপুর ও ৯ নং বাউসা ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ৩০ কেজি করে চাল ও নগদ ৫ শত করে টাকা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা গুলো বলেন। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন।