নবীগঞ্জ প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের শ্রমিকলীগের উদ্যোগে এক বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শ্রমিকলীগের আহ্বায়ক সেলিম হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মনু মিয়ার পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা। বিশেষ অতিথি ছিলেন ইউপি আওয়ামীলীগের সভাপতি নুর মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক উজ্জল আলী সরদার, কৃষকলীগেরে আহ্বায়ক আব্দুস ছুবান মেম্বার, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, আল আমীন খান, অমলেন্দু সুত্রধর, জামাল খান,আব্দুল নুর, হাফিজ খান, আশিকুল মিয়া, লন্ডন প্রবাসী সুমন, বজলু মিয়া, বিধান বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নুর উদ্দিন প্রমূখ।