ছনি চৌধুরী,হবিগঞ্জ জেলা প্রতিনিধি ॥ ৬ কেদার জায়গার রোপনকৃত অধিকাংশ জায়গার বিভিন্ন জাতের ফসলী সবজি ক্ষেতের সবজি গাছ উপড়ে ও কেটে প্রায় দুই লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি করেছে দূর্বৃত্তরা। এ নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের আব্দুল কালাম ও আব্দুল মুমিন একই গ্রামের লন্ডন প্রবাসী সাহাব আলীর বাংলা বাজারের উত্তর দিকে ৬ কেদার জায়গা লিজ এনে গত বছর থেকে বরবটি, বেগুন, ঢেরস, নালিয়া সাক সহ বিভিন্ন প্রজাতির ফসলাধি প্রায় ৬মাস পূর্বে রোপন করেন।
এতে ওই সবজি ক্ষেতের গাছ গুলোতে ফুল ও ফলে পরিপূর্ণ হয়ে আসা মাত্রই রাতের আধারে কে বা কাহারা কেটে ও উপড়ে ফেলে দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ খবরের সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে কৃষক আব্দুল কালাম ও আব্দুল মুমিন এর সাথে কথা হলে তারা বলেন, আমার দু’জন এনাতাবাদ গ্রামের লন্ডন প্রবাসী সাহাব আলীর ৬ কেদার জায়গা লিজ নিয়ে বিভিন্ন জাতের প্রায় ৭০ হাজার টাকার ফসলাধি রোপক করি।
প্রতি দিনের ন্যায় গতকাল মঙ্গলবার সকাল ৭টায় আমাদের জমিতে কাজ করতে গেলে দেখি সবজি গাছগুলো রাতের আধারে কে বা কাহারা কেটে ও উপড়ে ফেলে দিয়েছে। এ ঘটনা দেখে আকাশ ভেঙ্গে মাথায় পড়ে এ ঘটনার জানাযানি হলে, এলাকার লোকজন এই নেক্কারজনক ঘটনাটি এক নজর দেখার জন্য ওই সবজীর ক্ষেতে ভীড় জমান। তবে, ক্ষতিগ্রস্থ কৃষকরা স্থানীয় প্রশাসন সহ নবীগঞ্জ থানা পুলিশের সহযোগীতা কামনা করছেন।
এ ব্যাপারে কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুছার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি শুনেছি এটা খুবই দুঃখ জনক। এই ঘটনার সাথে যে বা যাহারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।