বাহুবল প্রতিনিধি : বাহুবলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য খন্দকার শিপু মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) দুপুর ২টায় পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ গৌরাঙ্গ বসু সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আব্দানারায়ন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শিপু বাহুবল উপজেলার আব্দানারায়ন গ্রামের মৃত রুহান উল্লার পুত্র। ডাকাত শিপুর বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য শিপুকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।