বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে (শুক্রবার দিবাগত রাত ১২.০১ঘঃ) বাহুবল উপজেলা পরিষদস্থ শহীদ মিনারে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পুষ্পস্তবক অর্পনকারী প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাহুবল উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মডেল থানা পুলিশ, বাহুবল মডেল প্রেস ক্লাব, বাহুবল কলেজ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, কিশলয় কিন্ডারগার্টেন ও ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন প্রভৃতি।