মোঃ আব্দুল হক রেনু শায়েস্তাগঞ্জ থেকে : ৩০ এপ্রিল রবিবার থেকে শুরু হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কাওমী মাদরাসা শিক্ষাবোর্ড) এর ইবতেদায়িয়া, মুতাওয়াসসিতা, সানাবিয়া ফজিলত ও হিফযুল কোরআন সহ মোট ৫টি স্তরে সারা দেশে একই সাথে ১৪৩৭-৩৮ হিজরী শিক্ষা বর্ষের ৪০তম কেন্দ্রীয় পরীক্ষা।
এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলায় মোট ২২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার কেন্দ্র গুলো হলো- জামিয়া ইসলামিয়া উমেদনগর হবিগঞ্জ, শামছুল উলুম টাইটেল মাদরাসা চুনারুঘাট, জামিয়া কাসিমুল উলুম বাহুবল, জামিয়া ইসলামিয়া দারুল কোরআন বানিয়াচং, জামিয়া মাহমুদিয়া হামিদনগর বাহুবল, জামিয়া ইসলামিয়া ইমাম বাড়ী নবীগঞ্জ, জামিয়া ইসলামিয়া রুহুল উলুম নূরগাঁও নবীগঞ্জ, শামছুল উলুম মাদরাসা মুড়িয়াউক লাখাই, জামিয়া আমির আলী ইসলামিয়া মাদরাসা দিনারপুর নবীগঞ্জ, জামিয়া মাদানিয়া কালিকাপাড়া বানিয়াচং, জামিয়া শরইয়্যা মাদানিয়া ধুলিয়াখাল হবিগঞ্জ, মাদরাসায়ে মজিদিয়া চলিতাবাড়ী বাহুবল, জামিয়া ইসলামিয়া মহিলা মাদরাসা বামৈ লাখাই, ভাদিকারা উম্মে কুলসুম মহিলা মাদরাসা লাখাই, মাদরাসায়ে ফয়জে আম মহিলা গুনই বানিয়াচং, কওমীয়া মহিলা মাদরাসা আদমখানী বানিয়াচং, জান্নাতুল নাঈম মহিলা মাদরাসা সিংহগ্রাম লাখাই, জান্নাতুল মাওয়া মহিলা মাদরাসা হবিগঞ্জ, আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা দৌলতপুর বানিয়াচং, রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা চৌধুরী বাজার হবিগঞ্জ, জামিয়া ফারুকিয়া রাহাতুল জান্নাত শ্যামলী মাধবপুর।
এ ছাড়াও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল মাদারিসিল কওমিয়া (সম্মিলিত ৬টি বোর্ড) এর অধীনে, আগামী ১৫ই মে হতে শুরু হবে- তাকমীল (মাস্টার্স সমমান) পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র গুলো হচ্ছে- (পুরুষ) চুনারুঘাট শামছুল উলুম টাইটেল মাদরাসা ও মহিলা জামিয়া শরইয়্যা মাদানিয়া ধুলিয়াখাল।
উল্লেখিত কেন্দ্র সমূহের সুষ্ঠু সুন্দর ও সুচারুরুপে পরীক্ষা সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করেছেন বেফাক হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী ও সাধারন সম্পাদক মাওলানা আব্দুল কদ্দুছ নোমান।