নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে শিশুসহ দুই জন নিখোঁজ হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল এক ঘন্টা চেষ্টা করেও তাদের কোন সন্ধান পায়নি। ফলে তাদের পরিবারে মধ্যে উদ্বেগ উৎকন্ঠাসৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ জেলায় ঝড়-তুফান শুরু হয়। এ সময় বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের তেথারিয়া গ্রামের কৃষক জগানন্দ সরকারের একটি ধানের নৌকা স্থানীয় চাতল বিলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা তার ৮ বছরের শিশুপুত্র প্রদীপ সরকার নিখোঁজ হয়।
অপর দিকে একই সময়ে উপজেলার সাতাইল নদীতে ঝড়ের কবলে পড়ে একই উপজেলার পুকুড়া ইউনিয়নের আদমনগর গ্রামের রঞ্জন দাশ (৫০) নামে এক কৃষকের নৌকা। জড়ে নৌকাটি উল্টে ডুবে যায়। এর পর থেকেই কৃষক রঞ্জন দাশ নিখোঁজ রয়েছে।
সন্ধ্যায় খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টা করে কোন সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ফিরে আসে।
এ ব্যাপারে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শামছুল আলম জানান, হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টা করেও তাদের কোন সন্ধান পায়নি যে কারনে ঢাকা থেকে ডুবুরি দল আসলে আবারো উদ্ধার কাজ শুরু করা হবে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, নিখোঁজের বিষয়টি স্থানীয় মক্রমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদের মাধ্যমে পুলিশকে অবগত করা হয়েছে। তিনি জানান পুলিশ বিষয়টির খোজ খবর নিচ্ছে।